পদোন্নতির দাবিতে কুমিল্লায় বিচার বিভাগীয় কর্মচারীদের স্মারকলিপি

আমোদ প্রতিনিধি।।

দেশের অধস্তন আদালতের কর্মচারীদেরকে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা, ব্লক পদ বিলুপ্তি ও পদোন্নতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন বিচার বিভাগীয় কর্মচারী কুমিল্লা শাখার নেতৃবৃন্দ।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে মানববন্ধন শেষে বিকেলে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কুমিল্লা শাখার সভাপতি হারাধন আচার্য্য,সিনিয়র সহ-সভাপতি মো.ইউছুফ আলী ও সাধারণ সম্পাদক শাহজাহান আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে দাবি করা হয় জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল বøক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি করে হাইকোর্ট বিভাগ, মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি পাঁচ বছরে পদোন্নতি প্রদানের ব্যবস্থা করা। এছাড়া অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করা।