প্রতিনিধি।।
কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকা থেকে মাদকসহ গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার অব্যাহতির বিষয়টি জানা যায়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীভল্লবপুর এলাকার খোকন মিয়ার ছেলে। তিনি ২২নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।
অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেহেদী হাসানকে সংগঠন পরিপন্থী এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকায় কুমিল্লা মহানগর ছাত্রলীগের অন্তর্গত ২২নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়কের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় অভিযানে ৬ হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জামসহ মেহেদী হাসান নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া বলেন, মেহেদীর বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে সাতটি মামলা ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com