মাহফুজ নান্টু।
কুমিল্লা নগরীর সড়কে একদল নারী ঝাড়ু দিচ্ছিলেন। কেউবা ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে ভ্যানে তলছেন। এমন সময়ে তাদের সামনে হাজির হন কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের আর্টর শিক্ষক সামিউল আলম জাহেদ। তাদের সাথে কুশল বিনিময় করেন। হাতে তুলে দেন রঙিন বেলুন, ফুল ও একটি নগদ অর্থের খাম। দিনের শুরুতে শিক্ষক সামিউলের এমন ভালোবাসা পেয়ে আপ্লুত নগর কুমিল্লার পরিচ্ছন্ন কর্মীরা।
শিক্ষক সামিউল আলম জাহেদ জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ও আমার জন্মদিনও। নিজের জন্মদিনটি সমাজের বিশেষ মানুষদের সাথে উদযাপন করেছি।
কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, শিক্ষক সামিউল একজন জাতীয় মানের ভাস্কর। একজন ভালো শিক্ষক। প্রতি বছর ভালোবাসা দিবসে সমাজে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের সাথে ভালোবাসা বিনিময় করে। নিঃসন্দেহে এমন কাজগুলো সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহয়তা করে।
উল্লেখ্য-সামিউল একজন ভাস্কর্য শিল্পী। ২০২১ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে চক দিয়ে ভাস্কর্য বানিয়ে জাতীয় পুরস্কার পান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com