আমোদ প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এসময় মাইক্রোবাসের ৮জন যাত্রী ও চালক বের হতে পারলেও ফাতেমা বেগম (২৭) নামের একজন নারী আটকে পড়েন। মাইক্রোবাসে পুড়ে মারা যান তিনি। শনিবার চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাইক্রোবাসটি ঢাকার টঙ্গী থেকে ৯জন যাত্রী নিয়ে নোয়াখালীতে যাচ্ছিল। সেখানে নিহত ফাতেমার ভাইয়ের নতুন শ্বশুর বাড়ি। কয়েকদিন আগেই তার ভাইয়ের বিয়ে হয়। কুটুম্বপুর আসলে গাড়ির চাকা ফেটে যায়। এসময় গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয়দের সাহায্যে গাড়ির চালকসহ আটজন যাত্রী বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। পরে গাড়িতে পরিবারের সামনেই পুড়ে মারা যান ফাতেমা। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ওই গাড়িতে ফাতেমার নব বিবাহিত ভাইসহ পরিবারের ৮ সদস্য ছিল।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, নিহতের লাশ পরিবার নিয়ে গেছে। নিহত ফাতেমা বেগমের বাড়ি ফরিদপুর জেলায়। তারা গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com