আমোদ প্রতিনিধি ।।
আগামী ৩০জানুয়ারির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষা গুলোর রুটিন না দেয়া হয় তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কুমিল্লার কলেজ গুলোর শিক্ষার্থীরা এ আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার কুমিল্লার কান্দিরপাড়ে আয়োজিত এক মানববন্ধন থেকে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী ফয়সাল আহমেদ ও মেহেদী হাসানের নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, ২৯জানুয়ারির ২য় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়াও স্থগিত করা হয়েছে ৪র্থ বর্ষের ৩ টি পরীক্ষা। যেটি সম্পূর্ণ অযৌক্তিক। কারণ দেশে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সবই চলে। আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরীক্ষা নেয়া হোক। না হলে ১৫দিন লকডাউনের কথা বলে ১৫ মাস লকডাউন করে রাখবে। আমরা হয়ে যাব আদু ভাই। আমরা তা চাইনা। ৩০ জানুয়ারির মধ্যে যদি আমাদের পরীক্ষা নেয়ার জন্য নতুন রুটিন না প্রকাশ করা হয়ে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করবো। আমাদের আন্দোলন শুরু হলে থামাতে পারবেন না। আমাদের দাবি মেনে পরীক্ষার ব্যবস্থা করুন। অন্যথায় শিক্ষার্থীরা মাঠে নামবে।
এসময় উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান রাসেল, শামছুল হক, ঈশিতা, নিপা, আবদুল্লাহ, সালাউদ্দিন শিহাব। সরকারি কলেজ শিক্ষার্থী রায়হান, নিশাত, জীবন মজুমদার, রিমন, আশরাফ। মহিলা কলেজের অবনিতা ও রাফিয়াসহ অনেকে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com