কুমিল্লার দেবিদ্বারে ৪৯ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের সাজাপ্রাপ্ত ৫ মামলার পলাতক বিএনপি নেতা আবু কাউছারকে(৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত কাউছারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (৫ মার্চ) রাতে উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবু কাউছার বুড়িরপাড় গ্রামের পান্ডব সরকার বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে। এছাড়া সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস, অর্থ আত্মসাৎসহ নানা অপরাধে ৫টি মামলার রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আবু কাউছার ৫ মামলায় এজহারভুক্ত আসামি। এ মামলাগুলোর মধ্যে কোনটায় জামিনে, কোনটায় সাজাপ্রাপ্ত পলাতক। উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল হালিমের পেনশনের টাকা ব্যবসার নামে আত্মসাৎ করে কাউছার। এই টাকার বিপরীতে ৪৯ লক্ষ টাকার একটি চেকে দায়ের করা মামলায় আদালত তাকে ৪৯ লক্ষ টাকা জরিমানাসহ ১ বছরের বিনা শ্রমে কারাদণ্ড দেয়। সে পলাতক থেকে মাদক ব্যবসা করে আসছিল।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com