প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১:২৬ অপরাহ্ণ
পলিটেকনিক শিক্ষার্থীদের কুমিল্লায় মহাসড়ক অবরোধ

প্রতিনিধি ।
ছয়দফা দাবি আদায়ের লক্ষ্য ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার বেলা পৌনে ১২ টায় সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। শিক্ষার্থীরা মহাসড়কে বসে পড়ে। অবরোধে মহাসড়কের উভয়লেনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে পুলিশ অবরোধ স্থলে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিঃমিঃ পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবী পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এবিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন,শিক্ষার্থীরা মহাসড়কের মাঝে অবস্থান করছেন। তাই যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com