প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক ২টি চুরির ঘটনায় চোরচক্র গোয়াল ঘরের তালা কেটে পাঁচটি গাভী ও এক বৃদ্ধার নগদ টাকাসহ সর্বস্ব চুরি করে নিয়ে যায়। পৌর এলাকার পাঁচরা গ্রামের মুক্তার বাড়িতে ও বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামে বুধবার দিবাগত রাতে এসব চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন পাঁচটি গাভী চুরি হওয়া ভুক্তভোগী মোঃ শরীফ।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো বুধবার রাত আনুমানিক দুইটার সময় শরীফ গোয়ালঘরে অস্ট্রেলিয়ান তিনটি গাভীন গাভী, তিনটি দুধের গাভী ও দুইটি বাছুরসহ আটটি গরুর খড় দিয়ে বাইরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। তিনি ভোর ৫টায় ঘুম থেকে উঠে দেখেন, গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চোরচক্র তিনটি গাভীন গাভী ও দুইটি দুধের গাভী নেই। পাঁচটি গাভীর আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা। সম্প্রতি বিভিন্নস্থানে গরু চুরি বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
অপরদিকে বুধবার দিবাগত রাতে চাঁন্দকরা মধ্যমপাড়া সাবেক আওয়ামী নেতা তাজুল ইসলামের ঘর থেকে নগদ ১০ হাজার টাকাসহ কাপড়চোপড় ও থালাবাসন চুরি করে নিয়ে যায়। বাড়িতে তাজুল ইসলামের বৃদ্ধা মা একা থাকেন। তাজুল ইসলামের বোনজামাই আমির হোসেন বলেন, রাতে আমার শ্বাশুড়ি ঘরের সব দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টায় তাহাজ্জুদ পড়তে উঠে দেখেন ঘরের তিনটি দরজা খোলা। এসময় চোর আলমারি থেকে নগদ ১০ হাজার টাকা ও কাপড়সহ থালাবাসনও নিয়ে যায়। নগদ টাকার সাথে কাপড় ও থালাবাসন চুরির খবরে হতবাক স্থানীয়রা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com