প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ণ
‘পাকিস্তানিরা বুঝতে পারেনি ৭মার্চ ছিলো স্বাধীনতার ঘোষণা’
আবু সুফিয়ান রাসেল।।
১৯৭১ সালের ৭ই মার্চ পাকিস্তান থেকে প্রকাশিত পত্রিকাগুলো লিখে দিয়েছিল যে, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে পারেন। ১৬ হাজার পাক সেনা রেসকোর্স ময়দানসহ এর আশেপাশে নিয়োজিত করেছিলেন। যদি স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধুকে গ্রেফতার করবে। কিন্তু ওই সময় বঙ্গবন্ধু এতটাই টেকনিক্যালি বক্তব্য রাখলেন, বাঙালিরা বুঝতে পারলেও! পাকিস্তানিরা এটা বুঝতেই পারিনি এটা স্বাধীনতার ঘোষণা। ৭ মার্চের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এ বক্তব্য রাখেন।
কলেজের ডিগ্রি শাখার মিলনায়তনে বৃহস্পতিবার সকালে এ সভা হয়। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।
সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জান্নাত বিনতে মামুনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ার হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক মশিউর রহমান ভুঁইয়া, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন ঘোষ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদা নুর খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রায়হানা মাহাবুব প্রমুখ। আলোচনা শেষে আবৃত্তি, চিত্রাঙ্কন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com