নিউজ ডেস্ক।।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের জেলা পাঞ্জগুরে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত ৮ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা।
জানা গেছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ঘটনায় বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সেনা কর্তৃপক্ষ।
এক দশকেরও বেশি সময় ধরে পাক সেনাদের ওপর বেলুচের বিদ্রোহীরা হামলা চালিয়ে থাকে। বিশেষ করে বছরখানেকই ধরেই এসব হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলার প্রধান টার্গেটই মূলত পুলিশ-সেনাসহ নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, গত ২৯ জুন চার বেলুচিস্তান লিবারেশন আর্মির বন্দুকধারী করাচিতে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে হামলা চালায়। তিন নিরাপত্তারক্ষী ও এক পুলিশ সদস্যকে হত্যা করে তারা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com