অফিস রিপোর্টার।
কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারের চন্দন স্টুডিও নামের একটি স্টুডিও থেকে পাসপোর্টের নকল সীল ও স্লিপসহ পিতা-পুত্রকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও চান্দিনা থানা পুলিশ। আটক করা হয়- উপজেলার মাধাইয়া ইউনিয়নের কাশিমপুর সরকার বাড়ির মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে চন্দন সরকার (৬৫) এবং তার ছেলে রিপন সরকার (৩২)। এসময় তাদের কাছ থেকে ২৪টি পাসপোর্ট ও ২টি নকল সীলমোহর উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার চান্দিনা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যোৗথ অভিযানে তাদের আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৯৫টি ডেলিভারি স্লিপ (ফটোকপি) ও ৮টি ব্যাংক পেমেন্ট স্লিপসহ ৫টি জন্ম নিবন্ধন সনদ উদ্ধার করা হয়। চান্দিনা থানার এস.আই মঞ্জুর আলম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় এবিষয়ে একটি মামলা দায়ের করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, দীর্ঘদিন ধরে তারা স্টুডিও ব্যবসার আড়ালে পাসপোর্টের অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com