কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের লালমাইয়ে গ্রুপ ক্যাম্প
পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে অধিক সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো। ব্যাডেন পাওয়েলের বাণীকে সামনে রেখে কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প ২০২৫ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র লালমাইয়ে অনুষ্ঠিত হয়। গত ৫ আগস্ট প্রথম দিন সকালে রিপোর্টিং শেষে স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
ক্যাম্পের উদ্বোধন শেষে জাতীয় জুলাই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে বৃক্ষ রোপণের পর আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এএইচএম মহসিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের ডিআরসি আবু নোমান মো. সাইফুল ইসলাম এএলটি, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিআরসি মো. মনিরুজ্জামান এএলটি, প্রশিক্ষক ওমর সালেহ তাসরিফ উডব্যাজার, তরুণ সরকার উডব্যাজার, লালমাই মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. নোমান।
প্রথম দিন বেলা তিনটায় রোভার স্কাউটরা গাইড রোভার মো. বাঁধনের নির্দেশনা মোতাবেক ট্রাকিং পথ ধরে লালমাই পাহাড়ের পথে যাত্রা শুরু হয় উপদল ভিত্তিক। প্রত্যেক উপদলকে দেওয়া হয় সমাজ সেবার কার্যক্রমের অংশ হিসাবে ময়নামতি উপদলকে শতাধিক নতুন কাপড় পাহাড়ের এলাকায় শিশুদের মাঝে বিতরণের করার জন্য দেওয়া হয়, শালবন উপদলকে সবজির বীজ দেওয়া হয়, গোমতী উপদলকে জরুরি প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় পাহাড়ে যাওয়ার পথে বাড়ি বাড়ি গিয়ে বিতরণের জন্য। সন্ধ্যায় ফিরে রাত আটটায় সেশন পরিচালনা করেন গ্রুপ ক্যাম্পের প্রশিক্ষক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের। রাতে ক্যাম্প ফায়ার ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের র্কমসূচি শেষ হয়।
২য় দিনে সকালে পিটি শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন।
কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট শাহাদাৎ হেসেন সাজিদের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট নাজমুল হাসান রনি, বর্তমান সহকারী রোভার স্কাউট লিডার শাহরিয়ার রহমান ইমন, লালমাই মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. নোমান, কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট নূর মাহিন, গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াছমিন নেয়ামা, সাবেক রোভার মেট আনিছুর রহমান জয়, রোভার মেট মো. বাঁধন।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউটিং হলো শিক্ষা প্রশিক্ষণমূলক আন্দোলন। স্কাউট আন্দোলনের প্রেরণা আসে তার বৈচিত্র্যময় কাজ ও কর্ম থেকে। একজন শিশুর মন যা চায় তা আছে স্কাউটিংয়ে, কিশোর ও তরুণদের মনের খোরাক ও যোগায় স্কাউটিং কর্মসূচিতে।
কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এএইচএম মহিসুনুল ইসলাম বলেন, স্কাউটিং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশু—কিশোরদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দলগত কাজ, আত্মনির্ভরতা এবং মানবসেবার মানসিকতা তৈরি করতে সাহায্য করে। কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্প কুমিল্লা জেলার বিভিন্ন কলেজ থেকে শতাধিক রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com