প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর টমছমব্রিজ এলাকার একটি হোটেলের পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান এবং কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের নায়েবে আমীর অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোশাররফ হোসাইনসহ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
উদ্বোধনী বক্তব্য রাখেন সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ। পরে সাংবাদিক ও পেশাজীবীরা পিআর পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নির্বাচনী প্রভাব নিয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com