প্রতিনিধি।।
কুমিল্লায় পিকাপ ভ্যানের গোপন প্রকোষ্ঠ থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল। গ্রেফতার আসামি শাকিল হোসেন কুমিল্লার সদর দক্ষিণের একবালিয়া গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে। বৃহস্পতিবার র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক লেফ্টেনান্ট কমান্ডার মাহমুদুল হাসান এই তথ্য জানান।
তিনি জানান, বুধবার রাতে একটি দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার দেবিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কৌশলে মিনি পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে বিপুল পরিমাণ গাঁজা পরিবহণের সময় শাকিল হোসেন নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির হেফাজত হতে ৬২ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত মিনি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে মিনি পিকআপ ভ্যান দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ও গাঁজা সংগ্রহ করে। তা কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com