প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের পুত্র সন্তান আব্দুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা আবু নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার(২২ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবু নাইম উপজেলা সদর উত্তর পাড়া এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্ম গ্রহণের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। জন্ম গ্রহণের পর পর সে ওই শিশুটিকে একবার গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলো। এ নিয়ে কিছুদিন পর পর পরিবারের মাঝে দ্বন্দ্ব চলছিলো। এই ঘটনায় বেশ কয়েকবার সামাজিক ভাবে বিরোধ মেটানোর চেষ্টাও করা হয়।
মা শাহিদা আক্তার অভিযোগ করেন, গতকাল থেকে ছেলে আব্দুল্লার জ¦র অনুভব হচ্ছিলো। শনিবার সকালে আমার স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলে তুমি বাড়িতে থাকা আমি নিয়ে যাচ্ছি। তিনি আব্দুল্লাহকে নিয়ে চলে যান। মোবাইল ফোন বন্ধ করে ফেলায় তার সাথে যোগাযোগ করতে পারিনি। দুপুর সাড়ে ১২ টার দিকে ছেলেকে মৃত নিয়ে আসে। আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে। আমার স্বামীই সন্তানকে হত্যা করেছে। তার ফাঁসি চাই।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদু রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমে আটক করা হয়েছে। মৃত্যুর মূল কারণ জানতে শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com