চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর ।।
পুকুরে ডুবে মারা গেলেন ২ সন্তানের জননী শেলী (২৬)।
শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর স্বামীর বাড়ির পুকুর থেকে শেলীর মৃত লাশ উদ্ধার করেছে ডুবুরী দল। তিনি হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়ির প্রবাসী মামুনের স্ত্রী। শেলির বাবার বাড়ির একই উপজেলার রাজারগাঁও গ্রামে।
হাওলাদার বাড়ির রাকিব হাছানসহ একাধিক ব্যক্তি জানান, অনেকদিন ধরে শেলি অনেকটা মানসিকভাবে অসুস্থ। তার মাসহ অন্যরা বলছেন তাকে জিনে ধরেছে । মেয়ের অসুস্থের কথা শুনে তার মা লিপি বেগম মেয়ের দেখাশুনার জন্য জামাইয়ের বাড়িতে আসেন। এ দিন (শুক্রবার ) বেলা ১টার দিকে শেলি তার নিজ মায়ের সামনে দিয়ে গোসল করতে পুকুরে নামে। এরপর তিনি তলিয়ে যান। প্রাথমিক দিকে বাড়ির লোকজন শেলিকে খুঁজতে পুকুরে নামে। পরে খবর দেয়া হয় দমকল বাহিনীর ডুবুরিদলকে।
হাজীগঞ্জ দমকল বাহিনীর নেতৃত্বে একদল ডুবুরি বেলা ২টার দিকে হাওলাদার বাড়ির পুকুরে নেমে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে শেলীকে মৃত অবস্থায় পায়।
এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, আমরা পুকুর থেকে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করেছি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com