প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর কাপ্তান বাজার পাক্কার মাথা এলাকায় পুরাতন গোমতী নদীতে একজন মানুষের বিচ্ছিন্ন পা ভেসে উঠেছে। রোববার বিকেল স্থানীয়রা নদীতে মানুষের পা ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা চলচিত্র মঞ্চের পরিচালক খায়রুল আনাম রায়হান জানান, রোববার বিকেলে তিনি পুরাতন গোমতীতে মানুষের পা ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে পা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক বাপ্পি চক্রবর্তী বলেন, ভাসতে থাকা মানুষের পা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com