প্রতিনিধি ।।
কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটনায় যৌথবাহিনী রাতভর অভিযান চালিয়ে ১১ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবদুল্লাহ।
গ্রেফতারকৃতরা হলেন,কুমিল্লা শহরতলী ধর্মপুর এলাকার ইমরান হোসেন ওরফে ইমন (২৮) এবং সিয়াম (১৯); ধর্মপুরে ভাড়াটিয়া পারভেজ (৩০), ধর্মপুর রেলগেট এলাকার দুই ভাই আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫) এবং আব্দুর রহমান (৩৮), পশ্চিম বাগিচাগাঁওয়ের মাহফুজ (২৪), ধর্মপুর মেম্বার বাড়ির চামেলী (২৮), রুজিনা (৩০) ও পাখি (৩২), পলাতক রবিনের স্ত্রী সুমি আক্তার (১৮) এবং বলরামপুর এলাকার মো. মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে কুমিল্লা শহরতলীর ধর্মপুর রেলগেইট সংলগ্ন এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় রবিন নামে এক যুবকের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হলে সে উত্তেজিত হয়ে এক পুলিশ সদস্যের হাতে কামড় দেয় এবং পালিয়ে যায়। ওই সময় স্থানীয় মাদক কারবারী চক্র পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com