‘পৃথিবীতে কৃষিতে বাংলাদেশের অবস্থান ১০ম স্থানে’

 

প্রতিনিধি।।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সিরাজ উদ্দিন হোসেন বলেন, পুরো পৃথিবীতে কৃষি ক্ষেত্রে এখন বাংলাদেশের অবস্থান ১০ম স্থানে। এর মধ্যে ২২ টি কৃষিপণ্য স্থান পেয়েছে। কৃষি কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকলে কৃষি সমৃদ্ধিতে আমরা আরো এগিয়ে যেতে পারবো। বর্তমান কৃষি বান্ধব সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কৃষি নীতির কারণে দেশ আজ কৃষি উন্নয়নে সমৃদ্ধ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশের একটি বিশাল শ্রেণীর মানুষ তথ্য প্রযুক্তির সুবিধা নিয়ে আধুনিক কৃষি গ্রহণ করে কৃষি বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। রবিবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছত্রখিল এআইসিসি ক্লাবের কৃষক কৃষাণীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
‘বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ (এআইসিসি) শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষির বিস্তার’ শীর্ষক কর্মসূচির আওতায়, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় কুমিল্লা এই আয়োজন করে।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মোঃ মুশিউল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপসহকারী কৃষি অফিসার মোঃ ফকরুল আলমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আরিফুজ্জামান মৃধা, উপসহকারী কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।