প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডের লক্ষীপুর ফরাজি বাড়ির আব্দুল মালেকের সম্পত্তি দখল করে অন্যত্র বিক্রির পায়তারার অভিযোগ উঠেছে। সোমবার নগরীর একটি পার্টি সেন্টারে এ অভিযোগ করেন আব্দুল মালেকের স্ত্রী,৬মেয়ে ও ২ছেলে। এবিষয়ে তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
আব্দুল মালেকের স্ত্রী রৌশনআরা বেগম,ছেলে মো.সোহল রানা ও মেয়েরা বলেন, আবদুল মালেক সরল মানুষ ছিলেন। ছেলে মেয়ে ছোট থাকতে তিনি মারা যান। চাচা মামুনুর রশীদ তাদের সম্পত্তি দখলে নেয়। চাচার মৃত্যুর পর তাদের ভাগের অংশ চাইলে চাচার স্ত্রী পারভীন আক্তার, ছেলে বাবুল, সৈকত, হৃদয়,মান্নান তাদের ওপর হামলা করে। এনিয়ে গত ২৬ ডিসেম্বর উল্টো মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হয়রানি করছে। জায়গা অন্যত্র বিক্রির পায়তারাও করছে।
এ বিষয়ে অভিযুক্ত মামুনুর রশীদের ছেলে মোঃ সৈকত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,তারা অন্যায়ভাবে আমাদের সম্পত্তি দখলের চেষ্টা করছে। আমার চাচা আরএস মূলে জায়গা বিক্রি করেছেন। তবে ভুলবশত তার নাম বিএসে উঠে যায়। উক্ত সম্পত্তি নিয়ে আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com