তৈয়বুর রহমান সোহেল।।
২০১৮ সালের নির্বাচনের চেয়ে প্রায় পৌনে দুই লাখ ভোট কম পেয়েও ২০২৪ সালে জিতেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০১৮ সালে তিনি পান চার লাখ পাঁচ হাজার ২৯৯ ভোট। ২০২৪ সালে তিনি পেয়েছেন দুই লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট। গত নির্বাচন থেকে এ নির্বাচনে তিনি এক লাখ ৭২ হাজার ৬০০ ভোট কম পেয়েছেন। তবে এবার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে দুই লাখ ২৪ হাজার ১৫১ ভোট বেশি পেয়ে বিজয়ী হন মন্ত্রী। কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, ২০১৮ সালের নির্বাচনে অর্থমন্ত্রীর বিপরীতে নির্বাচন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাম-লীর সদস্য মনিরুল হক চৌধুরী। ওই নির্বাচনে তিনি জেলে ছিলেন। নির্বাচনে মনিরুল হক চৌধুরী পান ১২ হাজার ৪৮৮ ভোট। ২০২৪ সালে অর্থমন্ত্রীর বিপরীতে ভোট করে জাতীয় পার্টির জোনাকী হুমায়ূন পান আট হাজার ৫৪৮ ভোট। অর্থমন্ত্রীর ২০১৮ সাল ও ২০২৪ সালের নিকটতম এই দুই প্রতিদ্বন্দ্বীীর জামানতই বাজেয়াপ্ত হয়। অবশ্য এ নির্বাচনে জাতীয় পার্টির জোনাকী হুমায়ূন ভোটের শেষপ্রান্তে নির্বাচন বয়কট করেছেন। তিনি ভোটে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন। কুমিল্লার ১১টি আসনের ফলাফল থেকে দেখা যায় ১১টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় পার্টির সব প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়। সবচেয়ে বেশি ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয় এই জোনাকী হুমায়ূনেরই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com