প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৫, ১০:৩২ অপরাহ্ণ
প্রগতি লেখক সংঘ কুমিল্লা জেলা কমিটি গঠিত

প্রতিবেদক।।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কুমিল্লা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল কালীপদ মেমোরিয়াল কালচারাল একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক।
সম্মেলনে সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. মৃণাল কান্তি ঢালী।
আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, ড. মনিরুজ্জামান, অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান, ড. আলী হোসেন চৌধুরী, বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব, যাত্রী' র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ, নাট্যশিল্পী শাহজাহান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, দেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করতে হবে। মানবিক সমাজ গঠনে প্রগতিশীল সকল সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। শোকপ্রস্তাব ও বিগত দুই বছরের প্রতিবেদন উপস্থাপন করেন অধ্যাপক রতন ভৌমিক প্রণয়।
সম্মেলনে কবিতা পাঠ করেন কবি সুলতানা পারভীন দীপালী, রাজলক্ষ্মী, মাহাবুবুল হক,জহির শান্ত প্রমুখ। সম্মেলনের শেষ পর্যায়ে ডা. মৃণাল কান্তি ঢালীকে সভাপতি ও খলিলুর রহমান শুভ্রকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের প্রগতি লেখক সংঘ কুমিল্লা জেলা শাখা কমিটির নাম ঘোষণা করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com