আমজাদ হাফিজ, লাকসাম।।
কুমিল্লার লাকসামে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ’ লাকসাম শাখার স্বেচ্ছাসেবীরা। এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে লাকসাম রেলওয়ে জংশন এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে নারী-শিশুসহ ৩ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম মুরাদ, সংগঠনের লাকসাম শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন সজীব, সহ-সভাপতি আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় দাশ নীল, রাশেদ খাঁন, সুজন হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান রাসেল, সদস্য সুমন হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ‘স্বপ্ন রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ’ স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন। মানবতার কল্যাণে আত্মনিবেদন করাই এ সংগঠনের সদস্যদের লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকে অসুস্থ রোগীকে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়করণ, রক্তদানে উদ্বুদ্ধকরণ, দুস্থ-অসহায় রোগী ও হতদরিদ্র শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান, বর্ষায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং ঈদে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করে আসছে সংগঠনটি। এছাড়াও সংগঠনটি নিয়মিত বৃক্ষ রোপণ ও পরিবেশ পরিচ্ছন্নকরণসহ মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com