প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত

 

inside post

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মায়েদা খাতুন(৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার আলকরা ইউনিয়নের বাকগ্রামের মৃত ইনতু মিয়ার স্ত্রী। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন।
নিহতের ভাগিনা আবদুল মন্নান জানান, মায়েদা খাতুন বাবার বাড়ি গুণবতী থেকে স্বামীর বাড়িতে আসছিলেন। মহাসড়কের লাটিমী এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত মায়েদা খাতুনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানা উপ-পরিদর্শক অর্ণব বলেন, ঘটনাস্থলে গিয়ে শুনি গুরুতর আহত মায়েদা খাতুনকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন