কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৯০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় রবীন্দ্র-নজরুল জয়ন্তী। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শের উপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কবিতা, নজরুলগীতি, রবীন্দ্র সংগীত বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পৃথক পৃথক প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভাশিস ঘোষ। এছাড়াও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক জান্নাতুল খুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জবাব নাসিমা আক্তার পুতুল। উপজেলা নির্বাহী অফিসার বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসার ঘটাতে শুধুমাত্র তাদের অংশগ্রহণে এধরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com