আমোদ রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় প্রেমিকের সাথে চলে যাওয়ার কারণে ফারজানা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বরকইট গ্রামের হাতগন্ডিপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দুই সপ্তাহ পর বিষয়টি আলোচনায় আসে। নিহত ফারজানা বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
জানা যায়, বাবা মারা যাওয়ার পর ফারজানা তার মায়ের সাথে উপজেলার বরকইট গ্রামে মামার বাড়িতে এসে বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। ওই সময় এক ছেলের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে ফারজানার। তার সম্পর্কের কথা জেনে গত ৯ এপ্রিল অন্যত্র বিয়ে দেয় মামারা। ৫ মে স্বামীর বাড়ি থেকে শাকিল নামে ওই প্রেমিকের সাথে চলে যায় ফারজানা। বিষয়টি মেনে নিতে পারেনি ফারজানার পরিবার। ৬ মে ওই প্রেমিকের কাছ থেকে ফারজানাকে ফিরিয়ে নিয়ে আসে তারা।
স্থানীয়রা জানান, শাসনের নামে রাতে তার ওপর অমানবিক নির্যাতন চলে। মারধরের এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। বিষয়টি ধামাচাপা দিতে ৭ মে দুপুরে দাফন সম্পন্ন করে পরিবারের সদস্যরা।
মরদেহ গোসল করানোর কাজে অংশ নেয় হাকমতেরনেছা (হাসু), জেসমিনসহ আরও দুইজন। তারাই নিশ্চিত করে নিহতের শরীরের একাধিক জখম রয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার মো. ফরিদ উদ্দিন জানান, মেয়েটি যেদিন মারা গেছে ওই রাতে তাকে অনেক মারধর করা হয়েছে বলে শুনেছি। মেয়েটির ব্যাপারে খবর নিতে গেলে ওই বাড়ির জামাল সরকার আমাকে জানিয়েছেন তারা এলাকার চেয়ারম্যান ও থানা পুলিশকে জানিয়েছেন।
বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম জানান, মেয়েটি মৃত্যুর পর স্থানীয় কয়েকজন গ্রাম্য মাতাব্বর ও বাড়ির লোকজন এসে আমাকে জানিয়েছে মেয়েটি বিষপানে আত্মহত্যা করেছে। তখন আমি থানার শরণাপন্ন হওয়ার পরামর্শ দিই। কিছুক্ষণ পর শুনি মেয়েটি স্ট্রোক করে মারা গেছে। ২-৩দিন পর শুনি আবার অন্য কথা।
এ বিষয়ে ফারজানার মামার পরিবারের করো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দীন ইলিয়াছ জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com