মোহাম্মদ শরীফ।
গোলাপ, ডাইরি, কলম হাতে তুলে দিয়েছেন সিনিয়রা। শিক্ষকরা একরাশি ভালবাসার শুভ কামনা ও উৎসাহ-উদ্দিপনায় বরণ করে নিয়েছে নবীন শিক্ষার্থীদের। আর এই নবীন বরণ মেল-বন্ধনে রুপ নিয়েছে অতিথিদের আগমন ও অনুপ্রেরণায়। শনিবার সকাল থেকে কলেজ মাঠে জমে উঠে এই আনন্দ মেলা। প্রধান আলোচক সোনার বাংলা কলেজ অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ এর অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রাণবন্ত করে তুলে অনুষ্ঠানকে। একে একে মঞ্চকে আলোকিত করেন- দেবিদ্বার উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এ কে এম আলী জিন্নাহ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, কলেজ সভাপতি শহীদুল হক সরকার, মুগসাইর এগার গ্রাম উচ্চ বিদ্যালয় সভাপতি শফিকুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিরা।
শুরুতে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র কলেজ শিক্ষকবৃন্দ। অতিথি বক্তবে সেলিম রেজা সৌরভ বলেন, ‘কৃষি জমির কলেজ থেকে সোনার বাংলা আজ দেশ সেরা। দৃঢ় লক্ষ্য নিয়ে এগুলে একদিন এই কলেজও সারা দেশে সু-নাম অর্জন করবে।’ আবু কাউছার অনিক বলেন, ‘অর্থনৈতিক ভাবে আমরা অনেক উন্নত হয়েছি। কিন্তু মানষিক ভাবে দরিদ্র হয়ে রয়েছি। আমাদের মানষিক ভাবে উন্নত হতে হবে। শিক্ষা আমাদের এই মানষিকতা পরিবর্তন করে দিবে।’
প্রধান অতিথি বক্তবে এ কে এম আলী জিন্নাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো। এই কলেজের মাধ্যমে তোমার স্বপ্নকে বুনন করে এগিয়ে যাও।’
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com