ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিতে চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি।।

নিরপরাধ নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা ও হামলা বন্ধে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। সোমবার সকালে চৌদ্দগ্রাম সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। মুসলিম সম্প্রদায়কে একত্রিত হয়ে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। মিছিলটি চৌদ্দগ্রাম বাজারের এম এম শপিং কমপ্লেক্স এর সামনে থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে।