পৃথিবীটা অন্যায়ভাবে প্রহৃত কোন যুবকের ন্যায় অশান্ত-রেগে আছে,
বিলাসী রোদের ধান ক্ষেতের ওপর ঘুড়ি উড়া বাতাসকে কারফিউ দিয়ে রেখেছে,
শুধু কিছু মধ্যবিত্ত হৃদয় ছাড়া বাকি সব মুখোশে আশ্রয় খুঁজছে সুদের অট্টালিকায়;
ঘর,কামাই-বন্দী রোজা রাখা মানুষের মুখগুলোতে যেন বেহেশতের দারোয়ানের প্রতিচ্ছবি দেখা যায়,
কেন জানি প্রিয় হুরের সাথে দেখা হওয়াটা জরুরি! এতো বছর বাদে সে অভিমানী ফুলসিরাত পেড়িয়ে;
ভালবাসার ভ্যাকসিন নিয়ে আসবে বলে কথা দিয়েছে এই লকডাউনেই-কোন এক রোজা রাখা প্রশান্তির সন্ধ্যায় ।
একলা কবি আমৃত্যু সে সন্ধ্যার অপেক্ষায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com