প্রতিনিধি।।
প্রত্যেকের গলায় ফুলের মালা। গায়ে নতুন জামা। সামনে দাঁড়িয়ে ফুল সজ্জিত গাড়ি। গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালির দিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এটি কুমিল্লার একটি স্কুলের শিক্ষক কর্মচারীদের কর্মস্থল থেকে বিদায় নেয়ার দৃশ্য।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বের) বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া বিষ্ণুপুর জগন্নাথপুর মোহাম্মদ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে এমন জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের বিদায় অনুষ্ঠান হয়। বিদায় বেলার এমন আয়োজনে আবেগ-আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বিদায়ী শিক্ষক মো. তাজুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম, মোখলেছুর রহমান ও কর্মচারী ময়নাল হোসেন ও আবু তাহের।
জানা গেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাজুল ইসলাম, মো. মাজহারুল ইসলাম ৩০ বছর ও মোখলেছুর রহমান ৪১ বছর এবং বিদ্যালয়ের দুই কর্মচারী ময়নাল হোসেন ও আবু তাহের ৪১ বছর পর কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষিক-কর্মচারীদের বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করেন। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে উচ্ছাস প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর। স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী মোল্লা, নিগার সুলতানা, মিজানুর রহমান ও রহুল আমিন। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নূর মাহিয়া ও উম্মে সালমা। তিন শিক্ষক ও দুই কর্মচারীর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে অনেক শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। সহকারী শিক্ষক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য সিরাজুল ইসলাম, শিক্ষক মো.সিরাজুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য মোশারফ মোল্লা, শিদলাই আশ্রাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com