মহিউদ্দিন মোল্লা ।।
যে দিকে চোখ যায় সেখানের সৌন্দর্যে আটকে থাকে। গোলাপ থেকে গাঁদা। স্যালভিয়া থেকে গ্ল্যাডিওলাস। দেশি বিদেশি ফুলের জলসা। ফুলে ফুলে সৌন্দর্য মেলে ধরার প্রতিযোগিতা। দেশ-বিদেশের দর্শনার্থীদের আকর্ষণ করতে ৩৫প্রজাতির ফুলের এই প্রতিযোগিতা। চোখ আটকানো সৌন্দর্যের এই হাট বসেছে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি(বার্ড) ক্যাম্পাসে। কুমিল্লা নগরী পশ্চিমে শেষ মাথায় বার্ড ক্যাম্পাস।
সরেজমিন গিয়ে দেখা যায়, এখন মাঘের মাঝামাঝি সময়। প্রথম দেখায় মনে হবে এসে গেছে ফুলের ঋতু বসন্ত। অফিস আঙিনায় ঢুকতে চোখে পড়ে ফুলের সমারোহ। মহাপরিচালকের কার্যালয়ের সামনে পেছনে তিনটি বাগান।
লালমাই ও ময়নামতি মিলনায়তন, প্রশিক্ষণ ভবন, শ্রেণিকক্ষ,পাঠাগারের পাশেসহ রয়েছে ৮টি বাগান। বাগানে রয়েছে লাল,সাদা, হলুদ, গোলাপিসহ ১০ রঙের গোলাপ। রয়েছে গাঁদা, রাজ গাঁদা, শিউলি, সূর্যমুখী, ডালিয়ার প্রদর্শনী। এছাড়া রয়েছে কৃষ্ণকলি, চন্দ্রমল্লিকা, স্টার ফুল, কসমস, স্যালভিয়া, ডায়ানথাস, জিনিয়া, গ্ল্যাডিওলাসসহ নানা প্রজাতির ফুল। ফুলে ফুলে ঘুরছে মৌমাছি ও প্রজাপ্রতি। যেন ফুলের কানে কানে তার রূপের গুণগান করছে।
লালমাই ও ময়নামতি মিলনায়তনের পাশে কাজ করছেন বাগান মালি ফোরকান আলী। তিনি ২৬ বছর ধরে বাগান শাখায় কাজ করেন। তাকে তদারকি করছেন নি¤œমান সহকারী সামছুল হক।
ফোরকান আলী বলেন,ফুল গাছকে সন্তানের মতো যতœ করি। ফুল ফুটলে মনটা ভরে যায়। দেখতে এসে মানুষ বাগানের প্রশংসা করলে আরো বেশি ভালো লাগে। তারা ৮টি ফুল বাগানে ৪জন কাজ করেন বলেও তিনি জানান।
পাশের কালিরবাজার থেকে এসেছেন আইয়ুব আলী ও মো. শরীফ। তারা বলেন, বার্ড ক্যাম্পাস সবুজে ঘেরা। এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তার উপর শীতের সময় ফুলে ফুলে ভরে উঠে ক্যাম্পাস। দেখে চোখে শান্তি লাগে।
বার্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) আবদুল্লা আল মামুন বলেন, সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ দেশ-বিদেশের মানুষ বার্ডে আসেন প্রশিক্ষণ নিতে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে আমরা সবার সামনে দৃষ্টিনন্দন বাংলাদেশকে তুলে ধরি। ৮টি বাগানে ৫ হাজারের বেশি ফুল গাছ লাগানো হয়েছে। সারা বছরই ক্যাম্পাসে ফুল থাকে। শীতের সময়ে বেশি ফুল থাকে।
উল্লেখ্য-১৯৫৯ সালের ২৭ মে ১৫৬ একর জায়গায় সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খান গবেষণা প্রতিষ্ঠান বার্ড প্রতিষ্ঠা করেন। এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com