[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
অফিস রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল
হান্নান হিরণের ব্যক্তিগত সহকারী ও নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের
সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুমনকে ফেনসিডিলসহ আটক করেছে কুমিল্লা
জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার সাথে থাকা উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের
আইটি উদ্যোক্তা আব্দুল হালিমসহ আরো ২জনকে আটক করা হয়। কুমিল্লা সদর
দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোডের ফুট ওভার ব্রিজের নিচ থেকে তাদের
আটক করে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন, আব্দুল্লাহ আল মামুন সুমন (৩২), উত্তর হাওলা ইউনিয়ন
স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল হালিম (৩৩), তাদের দু’জনের সহযোগী
শাহাব উদ্দিন (৩৮) ও মোঃ শামীম (৩৫)।
গোয়েন্দা পুলিশের কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, ‘৩
মার্চ বৃহস্পতিবার রাতে আমরা মাদকসহ ৪ জনকে আটক করি। শুক্রবার আদালতের
মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করি।’
এ বিষয়ে উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণের কাছে
জানতে চাইলে তিনি বলেন, ‘ তারা আমার এলাকার বাসিন্দা। তবে তাদেরকে ভালো
করে চিনিনা।’
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com