প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২১, ১০:১৯ অপরাহ্ণ
ফের ট্রেন চলাচল বন্ধ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী আন্দোলনের দ্বিতীয় দিনে আবারো ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভের কারণে শনিবার সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
এদিকে রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালানোর ঘটনায় প্যানেল বোর্ড ক্ষতিগ্রস্থ হওয়াসহ যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। যে কারণে শনিবার থেকে ওই রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন থামছে না।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পরিস্থিতি অবনতি হলে রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই কারণে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নোয়াখালীগামী আন্ত:নগর উপকুল এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলী এবং আখাউড়া রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু হবে বলে রেলোয়ে সূত্র নিশ্চিত করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com