ফের স্থানীয় সরকার মন্ত্রী কুমিল্লার তাজুল ইসলাম

 

মহসীন কবির।।

আবারও স্থানীয় সরকার মন্ত্রী হলেন কুমিল্লা-৯ আসনের এমপি তাজুল ইসলাম। বৃহস্পতিবার ১১ জানুয়ারি তিনি দ্বিতীয় দফায় মন্ত্রী হিসেবে শপথ নেন।গত একাদশ মন্ত্রিসভায়ও তিনি একই বিভাগের মন্ত্রী ছিলেন। তিনি ১২ জুন ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের দশম , ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়লাভ করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী মো. তাজুল ইসলাম ১৯৫৫ সালের ৩০ জুন মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা জুলফিকার আলী এবং মাতা আনোয়ারা বেগম। তিনি পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে পোমগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সাউদার্ন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল অব স্ক্যান্ডিনেভিয়া থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তাঁর স্ত্রী ফৌজিয়া ইসলাম। এই দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে। ছেলেরা শিক্ষাজীবন শেষ করে নিজেদের শিল্প প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়েদের মধ্যে একজন ব্যারিস্টার আর অন্যজন উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় বসবাস করছেন।