ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ পাঠাগার উদ্বোধন
'বেশি বেশি বই পড়ি-আদর্শ জীবন গড়ি' প্রতিপাদ্য নিয়ে ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা আদর্শ গ্রামে মবিন চেয়ারম্যানের বাড়িতে মাওলানা আলী আহাম্মদ (র.) পাঠাগার উদ্বোধন করা হয়। মাওলানা আলী আহাম্মদ চারদশকের বেশি সময় ধরে পঞ্চায়েত কমিটি এবং ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ধনুয়াখোলা ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বহুমুখী উন্নয়নের কর্ণধার ছিলেন।
তাঁর স্মৃতি স্মরণ করে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলাম পাঠাগারের ভিত্তি স্থাপন করেন। পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মুজাহিদুল ইসলাম বলেন' সমাজকে আলোকিত করার জন্য বই পড়ার বিকল্প নেই। এটি গতানুগতিক শুধু পাঠাগার নয়। সমাজকে এগিয়ে নেওয়ার বহুমুখী প্রকল্প'। এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মকবুল আহমেদ। প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ আহমেদ, প্রাক্তন প্রিন্সিপাল, ধনুয়াখলা সিনিয়র ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসা পাঠাগারটির উদ্বোধন ঘোষণা করেন। প্রধান আলোচক চারবার জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিবেশবিদ অধ্যাপক মতিন সৈকত এআইপি বলেন 'জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞানের বাহন বই। বইয়ের আকর পাঠাগার। বই বিমুখতা আমাদেরকে বর্বর করে তুলছে। জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির উৎকর্ষতার জন্য আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ার জন্য আমাদেরকে ব্যক্তি জীবন থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেসারত দিতে হচ্ছে। সিলেবাস বা পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ থাকলে চলবেনা। জ্ঞানের অসীম সমুদ্রে বিচরণ করতে হবে। আধুনিক স্মার্ট চৌকস যোগ্য বিশ্ব নাগরিক হতে হলে বইকে জীবন সঙ্গী করতে হবে '। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আলী আশরাফ খান, সহকারী অধ্যাপক মোঃ আবদুস সাত্তার, হাফেজ মোঃ মাজহারুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, মোঃ জাকির হোসেন, আবদুল কুদ্দুস, মুন্সি ফয়েজ আহমেদ, মোঃ আনিসুজ্জামান ভূইয়া, আবদুল মবিন, মোঃ অলি মাস্টার, মহসিন কামাল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পাঠাগারের ২০২৫-২০২৬ (দুই বছর) এর জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান। দোয়া ও মোনাজাতের মাধ্যমে পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানের সম্পন্ন হয়।-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com