বক্সগঞ্জ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান,সিনিয়র শিক্ষক শহিদুল আলম ভূঁইয়া, অভিভাবক সদস্য মনির হোসেন, অভিভাবক মাস্টার পেয়ার আহমেদ, মাস্টার জাহেদা আক্তার, মো. ইয়াছিন, জসিম উদ্দিন ভূঁইয়া,তাজ উদ্দিন আহমেদ, ইমাম হোসেন প্রমুখ।
সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মানোন্নয়নে উৎসাহ যোগাতে বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সাফলতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি একজন গর্বিত মাতাকে বিশেষ সন্মননা ক্রেস্ট প্রদান হয়। সভায় বিদ্যালয়েল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

inside post
আরো পড়ুন