‘বঙ্গবন্ধু ছিলেন বহুমাত্রিক দার্শনিক’

অফিস রিপোর্টার।।
কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন বহুমাত্রিক দার্শনিক। তাই তিনি কৃষি ও সমবায় দিয়ে দেশকে গড়তে চেয়েছিলেন। কিন্তু আমরা তাকে সেই সময় দেইনি। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি দরদী মানুষ। তার কাজ গুলো বিএডিসি বাস্তবায়ন করছে। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে সেচ
ভবন নির্মাণ, খাল পুন:খননসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করায় বিএডিসি’কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় চান্দিনা উপজেলায় নবনির্মিত ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার এবং একই উপজেলার বাড়েরা ও মহিচাইল ইউনিয়নের পুন:খননকৃত কাজীপাড়া খালের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন বিএডিসি’র চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা (ক্ষুদ্রসেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মো: বিএডিসির সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) আমিরুল ইসলাম। এছাড়াও বিএডিসির প্রধান প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী মো: আব্দুল করিমসহ বিএডিসি’র কুমিল্লা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা কৃষি কাজ করি এবং তা গৌরবের সাথে করি। কৃষি কোন পাপ কাজ নয়, কৃষি মানুষকে সভ্য হতে শিখিয়েছে। বঙ্গবন্ধু দেশের প্রথম বাজেট দিয়েছিলেন ৭৮৬ কোটি টাকা। সেখান থেকে তিনি ১০১ কোটি টাকা কৃষির জন্য বরাদ্দ দিয়েছেন।
কৃষির প্রতি সেই দরদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অব্যাহত রেখেছেন। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ‘ দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে’- এ লক্ষ্য পূরণে সেচের দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি ভূ-পরিস্থ পানি ব্যবহারের
গুরুত্ব দিয়ে বিএডিসি’কে দায়িত্ব দিয়েছেন। আলোচ্য খাল খননের ফলে বর্ণিত দুই ইউনিয়নে ধান চাষের পাশাপাশি সবজি চাষ ব্যবহার বৃদ্ধি পাবে।
বিএডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, এক কোটি চার লক্ষ টাকা ব্যয়ে দুই তলা বিশিষ্ট চান্দিনা উপজেলা সদরে দৃষ্টিনন্দন ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার নির্মাণ করা হয়েছে। যা উপসহকারী প্রকৌশলী, বিএডিসি, চান্দিনার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। উক্ত
অফিস নির্মাণের কারণে চান্দিনা উপজেলার কৃষকদেরকে সহজেই সেচ সংক্রান্ত বিষয়ে মতামতসহ সরকারের সার্বিক কর্মকান্ড কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে সহজ হবে। এছাড়াও ৩৯.৫৮ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার বাড়েরা ও মহিচাইল ইউনিয়নে ৩.৫০ কি.মি. দৈর্ঘ্যরে
কাজীপাড়া খাল পুন:খনন করা হয়েছে। কাজীপাড়া খাল উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ খালের পাড়ে বৃক্ষরোপন করেন।