বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। এছাড়া ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ দিনটি উপলক্ষ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান পরিবেশনের পাশাপাশি প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন দেয়ালসমূহ ও হলসমূহের সম্মুখভাগে আলোক সজ্জিত করা হয়েছে। শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা, কর্মচারী, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা পুষ্পস্তবক অর্পণ করে। বিকালে মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর একক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু নিজের জীবনকে তুচ্ছ করে, জীবনের সুন্দর সোনালী দিনগুলো জেলখানায় কাটিয়ে, জীবন ও পরিবারের ঝুঁকি নিয়ে বাঙালি জাতিকে নেতৃত্ব দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। একক নেতৃত্ব তো তাঁরই হবে।
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঞ্চালনায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথপাঠ অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com