অফিস রিপোর্টার।।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কুমিল্লার দেবিদ্বার ইউনিট অফিস ভবন কাম ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি। তিনি বলেন- স্বাধীনতার পরপর স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিএডিসি’র মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে কাজ শুরু করেন। আজ সেই মহান নেতার ১০১তম জন্মদিনে কৃষি সম্পর্কিত একটি মহৎ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সত্যিই আনন্দের ও গর্বের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান। সভাপতিত্ব করেন সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও কুমিল্লা (ক্ষুদ্রসেচ) সার্কেল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী আলাল উদ্দিন, মোঃ ইয়াকুব আলী মিয়া, মোঃ আনিছুর রহমান, দেবিদ্বার ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমানসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com