আবু সুফিয়ান রাসেল।।
শহীদ শামছুল হক-কবির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বন্ধ হয়েছে প্রায় তিন দশক। ক্রীড়া প্রেমিদের দাবি শহীদদের নামে সকল স্মৃতি টুর্নামেন্ট আবার চালু করা হোক। জেলা ক্রীড়া সংস্থা বলছে অর্থের অভাবে তা সম্ভব্ হচ্ছে না। ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু বলেন, ১৯৭২-৭৪ থেকে যাত্রা শুরু করে শহীদ শামছুল হক-কবির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। নব্বইয়ের দশক পর্যন্ত তা চালু ছিলো। চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ফুটবল দলের খেলোয়ারগণ অংশ গ্রহণ করতেন। এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের আত্মত্যাগের কথা ছড়িয়েছিলো সারাদেশে। এ স্মৃতি টুর্নামেন্ট আবার চালু করা হোক। একই সাথে শহীদগণের নামে লীগে যে সকল খেলা চালু ছিলো, সেগুলোকেও আবার চালু করা হোক।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বলেন, পৃষ্ঠপোষকতার অভাবে টুর্নামেন্ট বা লীগের খেলাগুলো চালু করা যাচ্ছে না। যদি ভালো কোন স্পন্সর পাওয়া যায়, তাহলে পুনরায় চালু করা সম্ভব। একটি খেলা আয়োজনের জন্য কমপক্ষে ১০-১২ লক্ষ টাকা প্রয়োজন। স্টেডিয়াম মার্কেটে যে দোকান ভাড়া পাওয়া যায়, এ আয় দিনে খেলার আয়োজন করা সম্ভব হবে না।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com