সাইফুল ইসলাম সুমন।।
কুমিল্লায় বন্যাদুর্গত এলাকার লোকজনদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ঢাকা মেডিকেল কলেজের(ঢামেক) শিক্ষার্থীদের একটি টিম। বৃহস্পতিবার দিনব্যাপী কুমিল্লার আদর্শ সদর উপজেলার সদর রসুলপুল রেলওয়ে স্টেশনে মেডিকেল ক্যাম্প স্থাপন করেন তারা।
এ কার্যক্রম সমন্বয় করছেন জেলা রোভারের সহ-সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী। ঢাকা মেডিক্যাল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র নাবিল বিন কাসেম মেডিকেল টিম সংগঠনের দায়িত্বে রয়েছেন।
সদর রসুলপুল রেলওয়ে স্টেশনে মেডিকেল ক্যাম্পে ডাঃ সাকীব আবরার, ডাঃ মোঃ নিজামুদ্দিন, ডাঃ এহসান উল্লাহ ফাহাদ, ডাঃ ফারজানা আক্তার শিফা, ডাঃ মুনতাসীর মাহতাব ফাহিম, ডাঃ সাবরিনা মনসুর,ডাঃ ইশরাত জাহান জান্নাত ও ডাঃ নুশরাত জাহান চিকিৎসা সেবা প্রদান করেন।
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তানজিল হোসেন, তানভীন আহমেদ, নিশাত তারান্নুম, জান্নাতুল ফেরদৌস, আল আমীন, মবিন ইবনে মকবুল, উমায়ের আফিফ, তাসকিন, শাহারুল ইসলাম সাকিব এ কাজের সহায়তায় রয়েছেন।
কুমিল্লা জেলা রোভার স্কাউট, বন্ধু ফোরাম ও কুমিল্লা জিলা স্কুল '৮৮ ব্যাচ একাজে সহযোগিতা করে যাচ্ছেন।
উল্লেখ্য-কুমিল্লা জেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকার লোকজনদেরকে গত চার দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com