হাসিবুল ইসলাম সজিব।।
কুমিল্লার বরুড়া মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ২জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন।
সোমবার (২৮ এপ্রিল) রাতে খোশবাস ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং৷
জানা যায়, বজ্রপাতে নিহত দুই শিশু বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং আব্দুল বারেক মিয়ার নাতি সায়মন হোসেন (১৩)। আহত আবু সুফিয়ান (০৭) একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং জানান, খোশবাস উত্তর ইউনিয়নের পয়েলগুচ্ছ গ্রামে বজ্রপাতে নিহত দুইজনের প্রত্যেকের পরিবারকে পঁচিশ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা এবং আহত একজনের চিকিৎসার জন্য সাড়ে ৭ হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
উল্লেখ, আজ দুপুরে মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে দুই শিশু নিহত এবং একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com