হাসিবুল ইসলাম সজিব।
কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ শিক্ষা উপকরণ বিতরণ হয়।
দুর্নীতি দমন কমিশন ঢাকা ও কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় বরুড়া উপজেলার হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরুড়া জুনিয়র হাই স্কুল, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজ, কসবা উচ্চ বিদ্যালয় ও কলেজসহ মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল শিক্ষার্থীর মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ ও বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সিংহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও পয়ালগাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তরুণ কুমার আচার্য, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা খন্দকার, সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী শাকিলা জামান, নির্বাহী সদস্য মাস্টার আবদুস সাত্তার, বরুড়া জুনিয়র হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, এবি ব্যাংক বরুড়া শাখার বিজনেস এক্সিকিউটিভ অফিসার মোঃ শরীফ উদ্দিন, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোসলেম মিয়া, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাবেদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধে সচেতন হওয়া ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে কাজ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। পড়াশোনার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষা উপকরণ হিসেবে দুর্নীতি বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত স্কুল ব্যাগ, ছাতা, স্কেল, টিফিন বক্স, ওয়াটার পট, পেন্সিল বক্স ও কলমের বক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com