হাসিবুল ইসলাম সজিব ।।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ -এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বরুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। তার আগে উপজেলা অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
এসময় বক্তব্য রাখেন, বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির চন্দন চক্রবর্তী, সার্টিফিকেট সহকারী শামীমা আক্তার, কানুনগো আবু তাহের, উপজেলা সার্ভেয়ার শাহাদাত হোসেন, বরুড়া পৌরসভা উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বাহারুল ইসলামসহ ইউনিয়ন উপ সহকারী ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com