‘বরুড়ার মানুষ ঘর থেকে বেরিয়ে গেছে, হুমকির দিন শেষ’

প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল বলেছেন, বরুড়ার মানুষ দীর্ঘদিন জিম্মি দশায় ছিল। ছোট ছোট ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। যেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য স্কুলে যেত, সেখানে ভাই রাজনীতি শুরু করেছিল একটি পক্ষ। এখন বরুড়ার মানুষ বুঝে গেছে। তাদের আর ঠকানো যাবে না। তাই বরুড়াবাসী এখন পরিবর্তন চায়। দীর্ঘদিন পর একটি সুযোগ এসেছে। এখন বরুড়ার মানুষ ঘর থেকে বেরিয়ে গেছে, হুমকির দিন শেষ। কোন হুমকি দিয়ে বরুড়ার মানুষকে আটকানো যাবে না। তারা ভালো মন্দ বুঝে, ভবিষ্যৎ বুঝে। মঙ্গলবার (১৪ মে) বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নে একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, আমার বাবা সরকারের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা ছিলেন। বরুড়া সম্ভ্রান্ত পরিবার হয়েও আমরা গণমানুষের সাথে মিশেছি। তাদের দুঃখ দুর্দশার সাথে থেকেছি। আমি নির্বাচনে আসতে চাইনি। কিন্তু জনগণ আমাকে বাধ্য করেছে। মানুষ অতিষ্ঠ হয়ে পরিবর্তন চায়। কেউ সাহস করেনি এ সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে। আমি নামার পর দেখি বরুড়ার মানুষ আস্থার জায়গা পেয়েছে। যেখানে যাচ্ছি জনতার ঢল নামছে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বরুড়ার মানুষ সম্প্রীতি চায়, শান্তি চায়, সুষ্ঠু একটি ভোট চায়। বরুড়ার এই শান্তিপ্রিয় মানুষকে অশান্তি দেবেন না। শান্তিপূর্ণ ভোটে আপনি বিজয়ী হলে মালা পরিয়া বরণ করবো।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

inside post
আরো পড়ুন