চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুুর #
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান।
রোববার (২০ এপ্রিল) মধ্যরাতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।
বহরিয়া বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, প্রথমে একজন সিএনজি অটো রিকশার ড্রাইভার বাজারে আগুন লাগার দৃশ্য দেখে। তিনি মাইকিং করেন এবং ফায়ার সার্ভিস খবর দেয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে গেছে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, ফার্মেসি, মাইক ও ব্যাটারি দোকান, টেইলার্সসহ প্রায় ১১টি দোকান রয়েছে। এতে কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com