বাংলাদেশের তরুণরা হাসিনাকে তাড়াতে নজরুলের দ্বারস্থ হয়েছে:ফারুকী

প্রতিনিধি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি বলেন,
জাতীয় কবি নজরুল ইসলাম এই ভুখণ্ডের মানুষের স্বাধীনতার জন্য বৃটিশ বিরোধী লেখা লিখেছিলেন। সেই একই লেখা বাংলাদেশের তরুণরা তাদেও স্বাধীনতার জন্য ব্যবহার করেছেন। এটি কিন্তু শিল্পের শক্তি। উনি তখনও জানতেন না বাংলাদেশের মানুষ তার গান ও কবিতার অবলম্বন হয়ে উঠবে। তরুণরা আর উপরে অবলম্বন করে তারা একটি বড় গণঅভ্যুত্থান পরিচালনা করবে। নজরুল জানতেন না বাংলাদেশের তরুণরা হাসিনাকে তাড়াতে তার দ্বারস্থ হতে হবে। তবে তা ঘটে গেছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’।
সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ মফিদুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন লেখক সলিমুল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো: লতিফুল ইসলাম শিবলী, কবি আবদুল হাই শিকদার, জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।
