‘বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলা বোকামি’

প্রতিনিধি।।

inside post

বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ মোল্লা নাজিম উদ্দিন বলেছেন, রাসুল(সাঃ) ঘোষণা করেছেন যে বিচারক ন্যায় বিচার করেন তিনি জান্নাতে যাবেন। আর যে অন্যায় বিচার করেন, তার জন্য জাহান্নাম নির্ধারিত। এজন্য বিচার কাজে স্বাক্ষীরা সৎ স্বাক্ষ্য দিবেন। সে আপনার বাবা হোক আর মা হোক, স্বজনপ্রীতি করা যাবে না। অন্যায় বিচারকারীদের জন্য দুনিয়াতেও লাঞ্চনা, আখিরাতেও লাঞ্ছনা। এক কথায়, ন্যায় বিচারই ইসলামের সৌন্দর্য। তিনি আরও বলেন, ফিলিস্তিনে শিশুরা মানবসৃষ্ট অনাহারে মারা যাচ্ছে। সেখানে জাতিসংঘ কিছু না করে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে চাওয়া বোকামি। ধর্মপ্রাণ মুসলমান এটা হতে দিবে না।
তিনি শুক্রবার জুমুআ’র নামাজ পূর্বে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার মসজিদ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে এসব কথা বলেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক মাওলানা মনির আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ আলম ভুঁইয়া, অধ্যাপক মোঃ জাকির হোসেন, ব্যবসায়ী আবু ইউসুফ, সামছুল হক চৌধুরী সুমন, শফিকুর রহমান ভুঁইয়া, মাওলানা সুলতান আহমেদ ভুঁইয়া, হাজী আবুল কালামসহ বিভিন্ন গ্রাম থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান।

আরো পড়ুন