প্রতিনিধি।।
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা।
০২ ডিসেম্বর সোমবার রাত ৯টায় কুমিল্লা টাউন হল থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে নগরীর বাদুরতলা হয়ে কান্দিরপাড় এসে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ভারত প্রচারণা চালিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। এভাবে ষড়যন্ত্র চলতে থাকলে সারা বাংলার মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিতে চায়।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী নাছির, সংগঠক বিল্লাল হোসেন, মুখ্য সংগঠক আরাফ ভূইয়া, যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু প্রমুখ।
উল্লেখ্য, ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সমিতি নামের একটি সংগঠনের সমর্থকেরা এ হামলা চালায়। এসময় তারা বাংলাদেশ উপ হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় এবং সেখানে তারা ভাঙচুরও চালায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com