প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২০, ১০:৫২ অপরাহ্ণ
বাংলাদেশ ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু; ভারতীয় হাই কমিশনার
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আমরা ভারতীয়রা বাংলাদেশকে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। সোমবার (৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
নবনিযুক্ত হাই কমিশনার আরো বলেন, বাংলাদেশ ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। আপনাদের কাছে বাংলাদেশের প্রত্যাশার কথা শুনব, এরপর উভয় দেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব। বাংলাদেশের সঙ্গে আরো কিভাবে অংশীদারিত্ব বাড়ানো যায় সেটি নিয়ে আমি কাজ করব। বিশেষ করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো দুই দেশের মৈত্রী বন্ধনের জণ্য গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলগুলোর সাথে বাংলাদেশের নৌ, সড়ক ও বাণিজ্য প্রসার গুরুত্ব পাবে।
আখাউড়া চেকপোষ্টে ননবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী প্রমুখ। উল্লেখ্য, ভারতীয় কূটনীতিক বিক্রম দোরাইস্বামী সদ্য সাবেক ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com